এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি পদার্থবিজ্ঞান টিউটোরিয়াল-০৫
১। কী ছাড়া শব্দের উৎপত্তি সম্ভব নয়?
উত্তর : উৎসের কম্পন।
২। শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য কীরূপ মাধ্যম প্রয়োজন?
উত্তর : স্থিতিস্থাপক জড়।
৩। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম?
উত্তর : বায়বীয়।
৪। শব্দ তরঙ্গের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি?
উত্তর : লোহা।
৫। শব্দ তরঙ্গের ক্ষেত্রে কোনটি ঘটে?
৬। কোন তরঙ্গে প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন ঘটে?
উত্তর : শব্দ।
৭। শব্দ তরঙ্গের বেগ নির্ভর করে কয়টি বিষয়ের ওপর?
উত্তর : ৩টি।
৮। কোন ধরনের তরঙ্গ আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায়?
উত্তর : যান্ত্রিক তরঙ্গ।
৯। শব্দের তীব্রতা ও বিস্তারের মধ্যে সম্পর্ক কী?
উত্তর : তীব্রতা a (বিস্তার)২
১০। বড় খালি ঘরের এক প্রান্তে ধ্বনি করলে কিছুক্ষণ পর সে শব্দ শোনা যায় কেন?
উত্তর : প্রতিধ্বনি।
১১। কোন কারণে শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হয়?
উত্তর : প্রতিফলন।
১২। শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকটি কীরূপ হতে হবে?
উত্তর : আকারে বড়
১৩। কোনো তরঙ্গ একটি সুষম মাধ্যমে বাধা পেয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসার ঘটনাকে কী বলে?
উত্তর : প্রতিফলন।
১৪। কূপের গভীরতা নির্ণয় করা যায় কীসের সাহায্যে?
উত্তর : প্রতিধ্বনি।
১৫। শব্দের কোন ধর্ম ব্যবহার করে ভূগর্ভের খনিজ সন্ধান করা হয়?
উত্তর : প্রতিফলন।
১৬। বৈদ্যুতিক পাখার গতি কিরূপ গতি?
উত্তর : পর্যায়বৃত্ত গতি।
১৭। কোন ধরনের বস্তু নির্দিষ্ট সময় পর পর কোনো বস্তুকে অতিক্রম করে?
উত্তর : গতিশীল বস্তু।
১৮। স্প্রিংয়ের গতিকে কী বলে?
উত্তর : স্পন্দন।
১৯। সরল দোলকের গতি কী ধরনের গতি?
উত্তর : স্পন্দন গতি।
২০। পুকুরের পানিতে ঢিল ছুড়লে কী হয়?
উত্তর : পানির কণাগুলো আন্দোলিত হয়।
২১। তরঙ্গ কী?
উত্তর : পর্যাবৃত্ত আন্দোলন।
২২। আলোক তরঙ্গ কিরূপ তরঙ্গ?
উত্তর : যান্ত্রিক তরঙ্গ।
২৩। সরল ছন্দিত তরঙ্গ কত প্রকার?
উত্তর : চার প্রকার।
২৪। কোনটি অণুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ?
উত্তর : স্প্রিংয়ে সৃষ্ট তরঙ্গ।
২৫। তরঙ্গশীর্ষ কী?
উত্তর : অণুপ্রস্থ তরঙ্গের সর্বোচ্চ বিন্দু।
২৬। সংকোচন কী?
উত্তর : অণুদৈর্ঘ্য তরঙ্গের সর্বোচ্চ রাশি।
২৭। কোনো বস্তু ৫ সেকেন্ডে ১০০টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে কম্পাঙ্ক কত হবে?
উত্তর : 20Hy
২৮। সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে কণার সর্বাধিক সরণকে কী বলে?
উত্তর : বিস্তার।
২৯। কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক কোনটি?
উত্তর : f = v/l
৩০। কোনো তরঙ্গের কম্পাঙ্ক কখন বেড়ে যায়?
উত্তর : তরঙ্গদৈর্ঘ্য ছোট হলে।
৩১। একটি বস্তু বাতাসে 1700Hy এ শব্দ সৃষ্টি করে। বাতাসে শব্দের বেগ 340ms-1 হলে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য কত?
উত্তর : 0.2ms-1
৩২। একটি বস্তু বাতাসে যে শব্দ তৈরি করে তার কম্পাঙ্ক 1700Hy এবং তরঙ্গ দৈর্ঘ্য 0.2 m হলে বাতাসে শব্দের বেগ কত?
উত্তর : 340ms-1
৩৩। শব্দ শক্তির একটি বিশেষ কীরূপ?
উত্তর : তরঙ্গরূপ।
৩৪। শব্দের প্রতিফলনের উদাহরণ কোনটি?
উত্তর : প্রতিধ্বনি।
৩৫। ঘড়ির কাঁটার গতি কী ধরনের পর্যাবৃত্ত গতি?
উত্তর : বৃত্তাকার।
৩৬। ১ কেলভিন তাপমাত্রা বাড়ালে শব্দের দ্রুতি কত বেড়ে যায়?
উত্তর : ০.৬ মিটার/সেকেন্ড।
৩৭। কোন তরঙ্গের ক্ষেত্রে কম্পনের দিক ও তরঙ্গের গতির দিক পরস্পর সমান্তরাল হয়?
উত্তর : অণুদৈর্ঘ্য তরঙ্গ।
৩৮। পর্যাকাল কী?
উত্তর : একটি পূর্ণ স্পন্দনের সময়।
৩৯। পর্যাকালকে কী দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর : T
৪০। কোন বস্তু মিনিটে ১২০০টি পূর্ণ কম্পন সম্পন্ন করে। এর কম্পাঙ্ক কত?
উত্তর : 20Hy
৪১। বিস্তারের ক্ষেত্রে কম্পনশীল কণার সরণ কেমন হবে?
উত্তর : সর্বোচ্চ।
৪২। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার যে কোনো মুহূর্তের গতির সম্যক অবস্থানকে কী বলে?
উত্তর : দশা।
৪৩। তরঙ্গ দৈর্ঘ্যরে একক কী?
উত্তর : মিটার।
৪৪। নির্দিষ্ট দিকে ত্বরণের ৫ সেকেন্ডে ৫০ মিটার সরণ হলে বেগ কত হবে?
উত্তর : ১০ মিটার/সেকেন্ড।
৪৫। বস্তুর কোন ঘটনার জন্য শব্দ উৎপন্ন হয়?
উত্তর : কম্পন।
৪৬। শব্দ সঞ্চালনের জন্য কীরূপ মাধ্যম প্রয়োজন?
উত্তর : অবিচ্ছিন্ন স্থিতিস্থাপক।
৪৭। শব্দের বেগ কোনটির ওপর নির্ভরশীল?
উত্তর : মাধ্যমের তাপমাত্রা।
৪৮। বাদুড়ের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা কত?
উত্তর : 105Hy
৪৯। শব্দের প্রয়োগে অন্ধকারে চলে কোন প্রাণী?
উত্তর : বাদুড়।
৫০। শব্দ প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে কী বলে?
উত্তর : শব্দের বেগ।
No comments