এসএসসি বাংলা ২য় পত্র - বহুনির্বাচনি প্রশ্নোত্তর - ধ্বনিতত্ত্ব (১-২৮)

এসএসসি
- বাংলা ২য় পত্র | ধ্বনিতত্ত্ব : বহুনির্বাচনি প্রশ্ন (-২৮)

ধ্বনিতত্ত্ব

. ভাষার মূল উপাদান কী?

. অক্ষর . ধ্বনি

. বর্ণ . শব্দ

. ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে?

. সাউন্ড বক্সের দ্বারা

. ঠোঁটের সাহায্যে

. বাগ্যন্ত্রের দ্বারা

. মুখবিবর

. ধ্বনি উচ্চারণের উৎস কোনটি?

. কণ্ঠ . শ্বাসনালি

. স্বরতন্ত্রী . ফুসফুস

. কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়?

. কণ্ঠধ্বনি . স্বরধ্বনি

. ব্যঞ্জনধ্বনি . ইংরেজি ধ্বনি

. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?

. অক্ষর . বর্ণ

. বর্ণমালা . চিহ্ন

. যেকোনো ভাষায় ব্যবহৃত বর্ণসমষ্টিকে সে ভাষার কী বলে?

. বর্ণ . বর্ণমালা

. ব্যঞ্জনবর্ণ . স্বরবর্ণ

. Symbol শব্দের অর্থ কী?

. প্রতীক . শব্দ

. বাক্য . বর্ণ

. বাংলা বর্ণমালার উৎস কী?

. সংস্কৃতলিপি . ব্রাহ্মীলিপি

. তিব্বতীলিপি . দেবনাগরীলিপি

. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?

. ৭টি . ৮টি

. ১০টি . ১১টি

১০. বাংলা ভাষায় স্বরবর্ণ কতটি?

. ৫টি . ৬টি

. ১১টি . ১৫টি

১১. বাংলা উপসর্গ সাধারণত যুক্ত হয় কোথায়?

. বাংলা ধাতুর আগে

. ক্রিয়ামূলের আগে

. সংস্কৃত শব্দের আগে

. বাংলা শব্দের আগে

১২. কয়টি উপসর্গে বাংলা তৎসম উভয়েই পাওয়া যায়?

. তিনটি . চারটি

. পাঁচটি . ছয়টি

১৩. সু, , বি, নিএই চার উপসর্গ কোন প্রকারের?

. বাংলা

. তৎসম

. বাংলা বিদেশি

. বাংলা তৎসম

১৪. বিজ্ঞান শব্দে বি উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

. বিশেষ . অভাব

. গতি . সাধারণ

১৫. নির্জলা শব্দটি কী সাধিত শব্দ?

. উপসর্গ . সমাস

. সন্ধি . প্রত্যয়

১৬. অপকর্ম শব্দে অপ উপসর্গটি কী অর্থ প্রকাশ করে?

. উৎকৃষ্ট . আকৃষ্ট

. নিকৃষ্ট . বিশিষ্ট

১৭. গমন অর্থে উপসর্গের ব্যবহার কোনটি?

. অভিযান . অভিভূত

. অভিব্যক্তি . অভিবাদন

১৮. নিম কোন ভাষার উপসর্গ?

. আরবি . হিন্দি

. ফারসি . উর্দু

১৯. গরমিল শব্দের গর উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে?

. বিশেষ . মন্দ

. না . অভাব

২০. লাপাত্তা শব্দের লা উপসর্গটি কোন ভাষার?

. ফারসি . উর্দু

. আরবি . হিন্দি

২১. পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয়এরূপ স্বরধ্বনিকে কী বলে?

. মৌলিক স্বর . যৌগিক স্বর

. সাধিত স্বর . অল্প স্বর

২২. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?

. ১১টি . ২৫টি

. ৪০টি . ৫০টি

২৩. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত -কে কী ধ্বনি বলা হয়?

. সম্মুখ ধ্বনি . পশ্চাৎ ধ্বনি

. স্বরধ্বনি . কেন্দ্রীয় স্বরধ্বনি

২৪. সংবৃত উচ্চারণকে কোনটি বলা হয়?

. বিবৃত . অস্বাভাবিক

. অপ্রকৃত . স্বাভাবিক

২৫. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী?

. মূর্ধন্য ধ্বনি . দন্ত্য ধ্বনি

. কণ্ঠ্য ধ্বনি . তালব্য ধ্বনি

২৬. যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে, তাকে কী ধ্বনি বলা হয়?

. ঘোষ ধ্বনি . অঘোষ ধ্বনি

. মহাপ্রাণ ধ্বনি . অল্পপ্রাণ ধ্বনি

২৭. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?

. অল্পপ্রাণ ধ্বনি . অঘোষ ধ্বনি

. মহাপ্রাণ ধ্বনি . শ্বাস ধ্বনি

২৮. কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?

. ঘোষ ধ্বনি . অঘোষ ধ্বনি

. অল্পপ্রাণ ধ্বনি . মহাপ্রাণ ধ্বনি

সঠিক উত্তর

ধ্বনিতত্ত্ব: . . . . . . . . . ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০. ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬. ২৭. ২৮.

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.