এসএসসি বাংলা ২য় পত্র - বহুনির্বাচনি প্রশ্নোত্তর পরিচ্ছেদ ৩১
এসএসসি ২০২৪ - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ৩১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-৩৭)
পরিচ্ছেদ ৩১
১. এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কী বলে?
ক. বাক্য খ. বাক্যাংশ
গ. উদ্দেশ্য ঘ. বিধেয়
২. বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রতিটি শব্দটি কী বলা হয়?
ক. যোজক খ. বর্গ
গ. ধ্বনি ঘ. পদ
৩. বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কী বলে?
ক. বর্ণ খ. বর্গ
গ. পদ ঘ. শব্দ
৪. বাক্যের ক্রিয়াকে যে চালায়, তাকে কী বলে?
ক. কর্তা খ. কর্ম
গ. ক্রিয়া ঘ. পদ
৫. ‘সজল স্কুলে যায়’—বাক্যের ‘উদ্দেশ্য’ কোনটি?
ক. সজল খ. স্কুলে
গ. যায় ঘ. স্কুলে যায়
৬. এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে মিলে যে বাক্য হয়, তাকে কী বাক্য বলে?
ক. সরল বাক্য খ. যৌগিক বাক্য
গ. জটিল বাক্য ঘ. অক্রিয় বাক্য
৭. বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কত ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৮. কোনো কিছু দেখে বা শুনে অবাক বা বিস্মিত হলে কোন ধরনের বাক্য তৈরি হয়?
ক. নেতিবাচক বাক্য
খ. অনুজ্ঞাবাচক বাক্য
গ. প্রশ্নবাচক বাক্য
ঘ. আবেগবাচক বাক্য
৯. কী দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়?
ক. ধ্বনি খ. শব্দ
গ. পদ ঘ. বাক্য
১০. বাক্যের মধ্যে স্থান পাওয়া শব্দকে কী বলা হয়?
ক. প্রাণ খ. মূল
গ. একক ঘ. পদ
সঠিক উত্তর
পরিচ্ছদ ৩১: ১.ক ২.ঘ ৩.খ ৪.ক ৫.ক ৬.খ ৭.ক ৮.ঘ ৯.ঘ ১০.ঘ
১১. সাধারণত বাক্যের কয়টি অংশ?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
১২. বাক্যের যে অংশে কারও সম্পর্কে কিছু বলা হয়, সেই অংশকে কী বলে?
ক. উদ্দেশ্য খ. বিধেয়
গ. কর্তা ঘ. কর্ম
১৩. একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে কী বলে?
ক. সক্রিয় বাক্য খ. সরল বাক্য
গ. জটিল বাক্য ঘ. যৌগিক বাক্য
১৪. ‘যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো’—এটি কোন ধরনের বাক্য?
ক. সরল খ. জটিল
গ. যৌগিক ঘ. অক্রিয় বাক্য
১৫. বাক্যের যে অংশে কারো সম্পর্কে কিছু বলা হয়, সেই অংশকে কী বলে?
ক. কর্তা খ. কর্ম
গ. ক্রিয়া ঘ. বিধেয়
১৬. ‘আমার মা চাকরি করেন।’ —এটি কোন ধরনের বাক্য?
ক. সক্রিয় বাক্য খ. অক্রিয় বাক্য
গ. জটিল বাক্য ঘ. যৌগিক বাক্য
১৭. যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে, সেগুলোকে কী বাক্য বলে?
ক. সরল বাক্য
খ. জটিল বাক্য
গ. সক্রিয় বাক্য
ঘ. অক্রিয় বাক্য
১৮. যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে না, সেগুলোকে কী বলে?
ক. সক্রিয় বাক্য খ. অক্রিয় বাক্য
গ. জটিল বাক্য ঘ. যৌগিক বাক্য
১৯. একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে কী বাক্য বলা হয়?
ক. বিবৃতিবাচক খ. অনুজ্ঞাবাচক
গ. প্রশ্নবাচক ঘ. সরল
২০. ‘তার মঙ্গল হোক’—এটা কোন ধরনের বাক্য?
ক. বিবৃতিবাচক খ. প্রশ্নবাচক
গ. আবেগবাচক ঘ. অনুজ্ঞাবাচক
সঠিক উত্তর
পরিচ্ছেদ ৩১: ১১.খ ১২.ক ১৩.খ ১৪.খ ১৫.ঘ ১৬.ক ১৭.গ ১৮.খ ১৯.ঘ ২০.ঘ
পরিচ্ছদ ৩১
২১. সরল বাক্যের উদাহরণ কোনটি?
ক. তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি
খ. যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে
গ. সত্য কথা না বলে বিপদে পড়েছি
ঘ. যে ভিক্ষা চায়, তাকে দান করো
২২. ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।’—এটি কোন বাক্যের উদাহরণ?
ক. খণ্ডবাক্য খ. সরল বাক্য
গ. মিশ্র বাক্য ঘ. যৌগিক বাক্য
২৩. ভাষার ‘মূল উপকরণ’ কী?
ক. ধ্বনি খ. বাক্য
গ. শব্দ ঘ. বর্ণ
২৪. এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ ভাষিক একককে কী বলা হয়?
ক. উক্তি খ. বিভক্তি
গ. উপসর্গ ঘ. বাক্য
২৫. গঠন অনুযায়ী বাক্য কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
২৬. ‘তার বয়স হলেও বুদ্ধি হয়নি।’—কোন ধরনের বাক্য?
ক. সরল খ. জটিল
গ. যৌগিক ঘ. মিশ্র
২৭. ‘পরীক্ষায় সফল হও।’—এটি কোন ধরনের বাক্য?
ক. বিবৃতিমূলক খ. আদেশসূচক
গ. বিস্ময়সূচক ঘ. ইচ্ছাসূচক
২৮. ‘লজ্জা প্রকাশে’ নিচের কোন বাক্য ব্যবহার করা হয়েছে?
ক. ছি, তোমার এই কাজ
খ. ছি ছি, তার সঙ্গে পারলে না
গ. তুমি এত নীচ!
ঘ. আহ, ভালো লাগছে না, এখন যাও
২৯. ‘আমরা রোজ বেড়াতে যেতাম’—বাক্যটি কোন শ্রেণির বাক্য?
ক. প্রশ্নসূচক বাক্য
খ. বিস্ময়সূচক বাক্য
গ. বিবৃতিমূলক বাক্য
ঘ. আদেশসূচক বাক্য
৩০. ‘বড্ড শুকিয়ে গেছিস রে’—এটি কী ধরনের বাক্য?
ক. আদেশসূচক
খ. আদর বোঝাতে
গ. অনুরোধ প্রকাশে
ঘ. আনন্দ প্রকাশে
সঠিক উত্তর
পরিচ্ছদ ৩১: ২১.গ ২২.ক ২৩.খ ২৪.ঘ ২৫.খ ২৬.ক ২৭.ঘ ২৮.খ ২৯.গ ৩০.খ
পরিচ্ছদ ৩১
৩১. ‘ছি, তোমার এই কাজ’—বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. লজ্জা খ. ঘৃণা
গ. ক্রোধ ঘ. ধিক্কার
৩২. ‘তুমি এত নীচ’—বাক্যটি দ্বারা কী প্রকাশ পেয়েছে?
ক. বিরক্তি খ. লজ্জা
গ. ধিক্কার ঘ. ঘৃণা
৩৩. ‘আমি তোমাকে দেখে নেব’—এ বাক্যে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?
ক. ভীতি খ. বিরক্তি
গ. ক্রোধ ঘ. ধিক্কার
৩৪. ‘দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করো।’—এটি কী ধরনের বাক্য?
ক. বিবৃতিমূলক বাক্য
খ. বিস্ময়সূচক বাক্য
গ. ইচ্ছাসূচক বাক্য
ঘ. আদেশবাচক বাক্য
৩৫. ‘তিনি বাংলাদেশের নাগরিক।’—এটি কোন বাক্যের উদাহরণ?
ক. অক্রিয় খ. যৌগিক
গ. জটিল ঘ. সক্রিয়
৩৬. ‘তারা তোমাদের ভোলেনি।’—এটি কী ধরনের বাক্য?
ক. অনুজ্ঞাবাচক খ. বিবৃতিবাচক
গ. আবেগবাচক ঘ. প্রশ্নবাচক
৩৭. ‘দারুণ! আমরা জিতে গিয়েছি’—এটি কোন বাক্যের উদাহরণ?
ক. প্রশ্নবাচক খ. অনুজ্ঞাবাচক
গ. বিবৃতিবাচক ঘ. আবেগবাচক
সঠিক উত্তর
পরিচ্ছদ ৩১: ৩১.ঘ ৩২.ঘ ৩৩.গ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.খ ৩৭.ঘ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
No comments