এসএসসি বাংলা ২য় পত্র - বহুনির্বাচনি প্রশ্নোত্তর পরিচ্ছেদ ৫

এসএসসি
২০২৩ - বাংলা ২য় পত্র | পরিচ্ছেদ : বহুনির্বাচনি প্রশ্ন (-১০)

পরিচ্ছেদ

. বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি?

. ৬টি . ৭টি

. ১০টি . ১১টি

. কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখগহ্বরের কোথাও বাধা পায় না?

. স্বরধ্বনি . ব্যঞ্জনধ্বনি

. মৌলিক ধ্বনি . যুগ্ম ধ্বনি

. ধ্বনির প্রতীককে কী বলা হয়?

. শব্দ . বাক্য

. বর্ণ . ভাষা

. সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?

. ষ্+ = ষ্ণ . হ্+ = হ্ন

. ষ্+ = ষ্ণ . ক্+ = ক্ষ

. ষ্ণ যুক্তবর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি?

. .

. .

. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

. কারবর্ণ . অনুবর্ণ

. ফলা . রেফ

. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কী?

. কারবর্ণ . অনুবর্ণ

. ফলা . রেফ

. নিচের কোন জোড়টি যুক্তবর্ণের রূপভেদকে প্রকাশ করে?

. স্বচ্ছ অস্বচ্ছ . কার ফলা

. স্বচ্ছ যুক্ত . অস্বচ্ছ উন্মুক্ত

. বাংলা কারবর্ণের সংখ্যা কত?

. . ১০

. ১১ . ১২

১০. বাংলা সংখ্যাবর্ণ কয়টি?

. .

. ১০ . ১১

সঠিক উত্তর

পরিচ্ছেদ : . . . . . . . . . ১০.


পরিচ্ছেদ

১১. ভাষার ক্ষুদ্রতম একককে কী বলা হয়?

. ধ্বনি . শব্দ

. রূপ . বাক্য

১২. বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি?

. ৩০টি . ৩৭টি

. ৩৯টি . ৫০টি

১৩. বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি?

. ৩৭টি . ৩৯টি

. ৩০টি . ৫০টি

১৪. আত্মীয় শব্দের যুক্ত ব্যঞ্জনটিতে কোন দুটি বর্ণ সংযুক্ত আছে?

. ত্+ন্ . ত্+

. ত্+ . ত্+

১৫. বিজ্ঞান শব্দে জ্ঞ কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?

. জ্+ . +

. + . +

১৬. অনুবর্ণ কত প্রকার?

. .

. .

১৭. অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষা শব্দগুলোর মধ্যে যুক্তবর্ণটির রূপ কী?

. ন্+ . ণ্+

. ঞ্+ . ঙ্+

১৮. উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?

. ষ্+ . ষ্+

. + . +

১৯. হ্ম’– যুক্তবর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি?

. + . +ম্ম

. হ্+ ব্র . ম্+

২০. জ্ঞ’–যুক্তবর্ণটির সঠিক বিশ্লেষণ কোনটি?

. জ্ + . জ্ +

. জ্ + . জ্ +

সঠিক উত্তর

পরিচ্ছেদ : ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০.


পরিচ্ছেদ

২১. বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়?

. .

. .

২২. ধ্বনিনির্দেশক চিহ্নকে কী বলে?

. অক্ষর . বর্ণ

. বর্ণমালা . চিহ্ন

২৩. স্বরবর্ণের পূর্ণ রূপ কয়টি?

. ৭টি . ৯টি

. ১০টি . ১১টি

২৪. কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়?

. কণ্ঠধ্বনি . স্বরধ্বনি

. ব্যঞ্জনধ্বনি . ইংরেজি ধ্বনি

২৫. যেকোনো ভাষায় ব্যবহৃত বর্ণসমষ্টিকে সে ভাষায় কী বলে?

. বর্ণ . বর্ণমালা

. ব্যঞ্জনবর্ণ . স্বরবর্ণ

২৬. বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ আছে?

. ১১টি . ৩৯টি

. ৪৯টি . ৫০টি

২৭. বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি?

. ১০টি . ১২টি

. ১৩টি . ১১টি

২৮. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?

. ১৩টি . ১১টি

. ৪৯টি . ৩৯টি

২৯. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা কত?

. ৩২ . ৩৩

. ৩৪ . ৩৫

৩০. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?

. ৭টি . ৮টি

. ১০টি . ৯টি

সঠিক উত্তর

পরিচ্ছেদ : ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬. ২৭. ২৮. ২৯. ৩০.


পরিচ্ছেদ

৩১. বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি?

. ৭টি . ৬টি

. ৫টি . ৪টি

৩২. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?

. ৩২টি . ১০টি

. ৮টি . ১১টি

৩৩. সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি?

. জ্ঞ = + . জ্ঞ = জ্+

. জ্ঞ = ঙ্+ . জ্ঞ = ঞ্+

৩৪. শীতের সঞ্চয় চাই। সঞ্চয় শব্দের যুক্তবর্ণ কোনটি?

. চ্ + . ঞ্ +

. ঞ্ + . ঞ্ +

৩৫. সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?

. + = ঙ্ঘ . হ্+ = হ্ন

. + = ঞ্জ . ক্+ =ক্ষ

৩৬. বাংলা বর্ণমালায় ফলা কয়টি?

. ৬টি . ৮টি

. ১০টি . ১১টি

৩৭. কোন শব্দে তিনটি ব্যঞ্জনবর্ণের যুক্ত রূপ আছে?

. স্পর্শ . পত্তন

. রাষ্ট্র . ইত্যাদি

৩৮. কোন মৌলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপ নেই?

. .

. . অ্যা

৩৯. যেকোনো ভাষায় ব্যবহৃত বর্ণসমষ্টিকে সে ভাষার কী বলে?

. বর্ণ . বর্ণমালা

. ব্যঞ্জনবর্ণ . স্বরবর্ণ

সঠিক উত্তর

পরিচ্ছেদ : ৩১. ৩২. ৩৩. ৩৪. ৩৫. ৩৬. ৩৭. ৩৮. ৩৯.

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.