এসএসসি ২০২২ - জীববিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১-৯০)

এসএসসি ২০২২ - জীববিজ্ঞান

অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন (১-৯০)



অধ্যায়

. জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া কোনটি?

. শ্বসন

. প্রস্বেদন

. সালোকসংশ্লেষণ

. অভিস্রবণ

. রাইবুলোজ কত কার্বনবিশিষ্ট হয়?

. তিন . চার

. পাঁচ . ছয়

. বায়ুতে কীসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যায়?

. O2 . CO2

. C4 . ATP

. পাইরুভিক অ্যাসিড কত কার্বনবিশিষ্ট?

. দুই . তিন

. চার . পাঁচ

. গ্লাইকোলাইসিস ধাপটি কোথায় সংঘটিত হয়?

. ক্লোরোপ্লাস্টে

. নিউক্লিয়াসে

. সাইটোপ্লাজমে

. মাইটোকন্ড্রিয়ায়

. কোনটি সালোকসংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস?

. পানি

. ক্লোরোফিল

. সূর্যের আলো

. কার্বন ডাই-অক্সাইড

. নিচের কোন যৌগটি ছয় কার্বনবিশিষ্ট?

. গ্লুকোজ

. রাইবুলোজ

. অ্যাসিটাইল কো-

. পাইরুভিক অ্যাসিড

. ক্রেবস চক্রের সকল বিক্রিয়া কোথায় ঘটে?

. মাইটোকন্ড্রিয়াতে

. নিউক্লিয়াসে

. সাইটোপ্লাজমে

. গ্লাইকোলাইসিসে

. কত তাপমাত্রায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না?

. ১৫° সেলসিয়াসের নিচে

. ৪৫° সেলসিয়াসের উপরে

. ৫৫° সেলসিয়াসের উপরে

. ৫৫° সেলসিয়াসের নিচে

১০. কোনটি শ্বসনের ক্রিয়াকে স্বাভাবিক রাখে?

. অক্সিজেন সরবরাহ

. তাপ

. পরিমিত পানি সরবরাহ

. সূর্যালোক

১১. সবাত শ্বসনের অ্যাসিটাইল কো- ক্রেবস চক্রে মোট কত অণু NADH2 তৈরি হয়?

. দুই অণু . চার অণু

. ছয় অণু . আট অণু

১২. ক্যালভিন ব্যাশাম চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি?

. রাইবুলোজ . ডাইফসফেট

. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড

. ফসফোগ্লিসারালাডিহাইড

. ফসফোগ্লিসারিক অ্যাসিড

১৩. C3 চক্রে কোনটি কার্বন ডাই-অক্সাইড গ্রহীতা হিসেবে কাজ করে?

. ফসফোগ্লিসারিক অ্যাসিড

. রাইবুলোজ . ডাইফসফেট

. ফসপোগ্লিসারালডিহাইড

. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড

১৪. শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত?

. ১৫° সে-৩৫° সে

. ২০° সে-৩৫° সে

. ২০° সে-৪৫° সে

. ২৫° সে-৩৫° সে

১৫. C4 চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি?

. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড

. ফসফোগ্লিসারালডিহাইড

. ফসফোগ্লিসারিক অ্যাসিড

. রাইবুলোজ . ডাইফসফেট

১৬. সবাত শ্বসনে কতটি ATP উৎপন্ন হয়?

. ১৮টি . ২৮টি

. ৩১টি . ৩৮টি

১৭. সালোকসংশ্লেষণ কোথায় সংঘটিত হয়?

. ক্লোরোপ্লাস্টে

. সাইটোপ্লাজমে

. নিউক্লিয়াসে

. মাইটোকন্ড্রিয়ায়

১৮. সবাত শ্বসন সাধারণত কয়টি ধাপে সম্পন্ন হয়?

. দুটি . তিনটি

. চারটি . পাঁচটি

১৯. একটি কাঁঠালগাছের জৈবিক ক্রিয়া-প্রক্রিয়ার শক্তি আসে

i. সবাত শ্বসনের মাধ্যমে

ii. অবাত শ্বসনের মাধ্যমে

iii. সালোকসংশ্লেষণের মাধ্যমে

নিচের কোনটি সঠিক

. i . iii

. i ii . ii iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২০ ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও

নিতুর ব্যবহারিক ক্লাসের জন্য একটি লাল জবা ফুল ছিঁড়তে গেলে তার পায়ের ধাক্কায় একটি ইট সরে যায়। সে দেখতে পায় সরে যাওয়া ইটের নিচে থাকা ঘাসগুলো সাদা হয়ে আছে।

২০. ব্যবহারিক ক্লাসে নিতুর উপকরণটির মধ্যে বিদ্যমান

. ক্লোরোপ্লাস্ট

. ক্রোমোপ্লাস্ট

. প্রোটোপ্লাস্ট

. নিউকোপ্লাস্ট

২১. ঘাসগুলো ওই রূপ হওয়ার কারণ

i. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ব্যাঘাত ঘটেছে

ii. সূর্যের আলো না পাওয়ায় পত্ররন্ধ্র বন্ধ ছিল

iii. প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহ করতে পারেনি

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

২২. কত ডিগ্রি তাপমাত্রার নিচে শ্বসনের হার কমে যায়?

. ১৫° সে . ২০° সে

. ২৫° সে . ৩০° সে

২৩. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কত কার্বনবিশিষ্ট?

. দুই . তিন

. চার . পাঁচ

২৪. কত ডিগ্রি তাপমাত্রার নিচে সালোকসংশ্লেষণের হার কমে যায়?

. ২০° সে . ২২° সে

. ৩০° সে . ৩৫° সে

২৫. আলো ব্যবহার করে ATP তৈরির প্রক্রিয়াকে বলে

i. ফটোলাইসিস

ii. ফটোফসফোরাইলেশন

iii. আত্তীকরণ শক্তি

নিচের কোনটি সঠিক

. i . ii

. i iii . ii iii

২৬. অ্যাসিটাইল কো- কত কার্বনবিশিষ্ট?

. দুই . তিন

. চার . পাঁচ

২৭. অবাত শ্বসনের ধাপ কতটি?

. পাঁচটি . চারটি

. তিনটি . দুইটি

২৮. অবাত শ্বসনে কতটি ATP উৎপন্ন হয়?

. ২টি . ১০টি

. ১৮টি . ২৮টি

২৯. অবাত শ্বসনে

i. ৩৮টি ATP উৎপন্ন হয়

ii. অক্সিজেনের প্রয়োজন হয় না

iii. পাইরুভিক অ্যাসিড আংশিক জারিত হয়

নিচের কোনটি সঠিক

. i ii . i iii

. ii iii . i, ii iii

৩০. অ্যাডেনিনএর বেস কোনটি?

. অক্সিজেন . নাইট্রোজেন

. কার্বন . সালফার

৩১. ‘শক্তিমুদ্রাবলা হয় কাকে?

. DNA . RNA

. ATP . CO2

৩২. কোন প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?

. সালোকসংশ্লেষণ

. শ্বসন

. প্রশ্বেদন

. অভিস্রবণ

৩৩. সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে CO2 পানি থেকে কোন জাতীয় খাদ্য উৎপাদন করে?

. শর্করা . আমিষ

. স্নেহ . ভিটামিন

৩৪. কোন উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি?

. জলজ . স্থলজ

. বায়ুপরাগী . পরগাছা

৩৫. সালোকসংশ্লেষণকে কোন বিজ্ঞানী দুটি পর্যায়ে ভাগ করেন?

. ব্ল্যাকম্যান

. জোহান মেন্ডেল

. অ্যাইজাক নিউটন

. মাদামকুরি

৩৬. আলোকরশ্মির ফোটন শোষণ করে কে?

. অক্সিজেন অণু

. ক্লোরোফিল অণু

. কার্বন অণু

. এটিপি

৩৭. সবুজ উদ্ভিজে কার্বন ডাইঅক্সাইড বিজারণের কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে?

. দুই . তিন

. চার . ছয়

৩৮. ক্যালভিন চক্র আবিষ্কারের জন্য বিজ্ঞানী ক্যালভিন কত সালে নোবেল পুরস্কার পান?

. ১৯৪৫ . ১৯৫২

. ১৯৬১ . ১৯৬৮

৩৯. কিসের প্রভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়?

. অক্সিজেন

. কার্বন ডাইঅক্সাইড

. পানি

. সূর্যালোক

৪০. সালোকসংশ্লেষণ ভালো হয় না কোন আলোতে?

. লাল নীল

. নীল কমলা

. বেগুনি লাল

. সবুজ হলুদ

৪১. কত তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়?

. ৪০০৪৮০ ন্যানোমিটার এবং ৬৮০ ন্যানো মিটার

. ৪২০৪৮০ ন্যানোমিটার এবং ৬৯০ ন্যানো মিটার

. ৪৮০৫৮০ ন্যানোমিটার এবং ৭৮০ ন্যানো মিটার

. ৪৯০৫৮০ ন্যানোমিটার এবং ৮৮০ ন্যানো মিটার

৪২. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা কত?

. ২২°–৩৫° সেলসিয়াস

. ২৪°–৩৮° সেলসিয়াস

. ২৪°–৪৮° সেলসিয়াস

. ২৪°–৬৮°সেলসিয়াস

৪৩. কোন পরিবেশে সালোকসংশ্লেষণ সম্পূর্ণ বন্ধ থাকে?

. কার্বন ডাইঅক্সাইডবিহীন

. অক্সিজেনবিহীন

. ক্লোরোফিলবিহীন

. মিথেনবিহীন

৪৪. ক্লোরোফিলের প্রধান উপকরণ

i. অক্সিজেন

ii. নাইট্রোজেন

iii. ম্যাগনেশিয়াম

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

৪৫. কোন পাতায় সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ ঘটে?

. কম বয়সী . মধ্যবয়সী

. প্রাপ্তবয়সী . কচি বয়সী

৪৬. কখন উদ্ভিদের পাতায় বেশি শর্করা জমা হয়?

. সকালে . দুপুরে

. বিকেলে . রাতে

৪৭. সালোকসংশ্লেষণ প্রক্রিয়া এক বিশেষ ভূমিকা পালন করে

i. O2 CO2 – এর সঠিক অনুপাত রক্ষা

ii. পরিবেশের ভারসাম্য রক্ষা

iii. জৈব জীবন রক্ষা

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

৪৮. বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমাণ শতকরা কত ভাগ?

. ১৮.২৫ ভাগ . ১৯.২০ ভাগ

. ২০.৯৫ ভাগ . ২১.৯৫ ভাগ

৪৯. বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কত?

. .০০৩ ভাগ . .০০৪ ভাগ

. .০০৫ ভাগ . .০০৬ ভাগ

৫০. জীবদেহের প্রতিটি কোষে দিবারাত্রি কত ঘণ্টা শ্বসন চলতে থাকে?

. . ১২

. ১৬ . ২৪

৫১. সজীব কোষের শোসন প্রক্রিয়া সম্পন্ন হয়

i. সাইটোপ্লাজমে

ii. নিউক্লিয়াসে

iii. মাইটোকন্ড্রিয়ায়

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

নিচের চিত্রটির আলোকে ৫২ ৫৩ নম্বর প্রশ্নের উত্তর দাও


৫২. চিত্রের পরিবেশে জীবগুলো অনেক দিন বেঁচে থাকার জন্য কোন জিনিসটির অব্যাহতভাবে সরবরাহ প্রয়োজন?

. আলো

. পানি

. অক্সিজেন

. কার্বন ডাইঅক্সাইড

৫৩. বোতলের ভেতরের পরিবেশে নির্গত হচ্ছে

i. শামুক থেকে কার্বন ডাইঅক্সাইড

ii. জলজ উদ্ভিদ থেকে অক্সিজেন

iii. পানি থেকে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

৫৪. সবাত শ্বসনে কোন অ্যাসিড জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করে?

. পাইরুভিক অ্যাসিড

. অ্যাসিটিক অ্যাসিড

. অক্সালিক অ্যাসিড

. সালফিউরিক অ্যাসিড

৫৫. বাতাসে কিসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যায়?

. অক্সিজেন

. কার্বন ডাইঅক্সাইড

. সালফার

. মিথেন

৫৬. ভাজক কোষে নিচের কোনটি বেশি থাকে?

. নিউক্লিয়াস

. প্রোটোপ্লাজম

. গ্লাইকোলাইসিস

. মাইটোকন্ড্রিয়া

৫৭. কোন অ্যাসিড ফার্মেন্টেশনের মাধ্যমে দই পনির উৎপাদিত হয়?

. ল্যাকটিক অ্যাসিড

. ইথানল

. অক্সালিক অ্যাসিড

. সালফিউরিক অ্যাসিড

৫৮. ইলেকট্রন প্রবাহতন্ত্র কোথায় সংঘটিত হয়?

. নিউক্লিয়াসে . মাইটোকন্ড্রিয়ায়

. প্রোটোপ্লাজমে . সজীব কোষে

৫৯. শ্বসনের গ্লাইক্লোলাইসিস প্রক্রিয়ায় কত অণু ATP তৈরি হয়?

. .

. . ১৮

৬০. সবাত অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায় নিচের কোনটি?

. গ্লাইকোলাইসিস

. পাইরুভিক অ্যাসিড

. প্রোটোপ্লাজম

. সাইটিক অ্যাসিড

৬১. পাইরুভিক অ্যাসিডের সংকেত কোনটি?

. C2H2O . C3H4O3

. CHO . CHO

৬২. গ্লুকোজের সংকেত কোনটি?

. C6H6O6 . C6H12O6

. C6H1O6 . C6H12O

৬৩. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত দ্রব্য হিসেবে নির্গত হয় কোনটি?

. শর্করা . কার্বন

. অক্সিজেন . ইথানল

৬৪. প্রতি মোল ATP অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত শক্তি জমা থাকতে পারে?

. . কিলোক্যালরি

. . কিলোক্যালরি

. . কিলোক্যালরি

. . কিলোক্যালরি

৬৫. গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোথায় ঘটে?

. নিউক্লিয়াসে . সাইটোপ্লাজমে

. প্রোটোপ্লাজমে . মাইটোকন্ড্রিয়ায়

৬৬. কোন বয়সী পাতায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সবচেয়ে বেশি ঘটে?

. কচি পাতায় . সবুজ পাতায়

. বৃদ্ধ বয়সী . মধ্য বয়সী

৬৭. আত্তীকরণ শক্তি হলো

i. ATP

ii. GTP

iii. NADPH2

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

৬৮. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?

. অ্যাসিটাইল কো-

. রাইবুলোজ

. পাইরুভিক অ্যাসিড

. গ্লুকোজ

৬৯. জীবের দেহে শক্তি উৎপাদন ব্যবহারের প্রধান কৌশলকে কী বলে?

. জৈবশক্তি

. জীবনীশক্তি

. রাসায়নিক শক্তি

. সৌরশক্তি

৭০. শক্তির মূল উৎস কী?

. বায়ো এনার্জি . শর্করা

. ATP . সূর্য

৭১. নিচের কোনটিকে জৈব মুদ্রা বলা হয়?

. ATP . GTP

. NAD . NADP

৭২. ফটোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়

i. অক্সিজেন

ii. হাইড্রোজেন

iii. ইলেকট্রন

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i ii iii

৭৩. সবুজ উদ্ভিদ কী জাতীয় খাদ্য প্রস্তুত করে?

. আমিষ . স্নেহ

. শর্করা . ভিটামিন

৭৪. সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ কয়টি?

. ২টি . ৩টি

. ৪টি . ৫টি

৭৫. ATP এবং NADPH+H+ - কে কী বলা হয়?

. আত্তীকরণ শক্তি

. শক্তি মুদ্রা

. রূপান্তরিত শক্তি

. বিকেন্দ্রীকরণ শক্তি

৭৬. সবুজ উদ্ভিদের CO2 বিজারণের কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে?

. ২টি . ৩টি

. ৪টি . ৫টি

৭৭. কোনটি ভেঙে 3PGA উৎপন্ন হয়?

. হাইড্রোজেন . কিটো অ্যাসিড

. পানি . ATP

৭৮. সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি

i. একটি সরল প্রক্রিয়া

ii. একটি জটিল প্রক্রিয়া

iii. একটি দীর্ঘ প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. ii iii . i, ii iii

৭৯. কোনটির প্রভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়?

. বায়ু . পানি

. সূর্যালোক . তাপমাত্রা

৮০. কত তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়?

. ৯৮০ এনএম . ৮৬০ এনএম

. ৭৮০ এনএম . ৬৮০ এনএম

৮১. ক্লোরোফিলের প্রধান উপকরণ কী?

. নাট্রোজেন মিথেন

. মিথেন ম্যাগনেশিয়াম

. মিথেন সালফার

. নাইট্রোজেন ম্যাগনেশিয়াম

৮২. কোন ধরনের পাতায় সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ ঘটে?

. শুকনা পাতা

. একেবারে কচি পাতা

. মধ্যবয়সী পাতা

. একেবারে বয়স্ক পাতা

৮৩. গ্লাইকোলাইসিসে নিট উৎপাদন

i. 6 অণু ATP

ii. 2 অণু ATP

iii. 2 অণু পাইরুভিক অ্যাসিড

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. i iii . i, ii iii

৮৪. সাধারণ তাপমাত্রায় জীবদেহে দৈনিক কত ঘণ্টা শ্বসন প্রক্রিয়া ঘটে?

. ১২ . ১৬

. ২০ . ২৪

৮৫. গ্লুকোজ + অক্সিজেনকার্বন ডাই-অক্সাইড +A +শক্তি। বিক্রিয়াটির স্থানে কী উৎপন্ন হয়?

. হাইড্রোজেন . এনজাইম

. পানি . ATP

৮৬. সবাত শ্বসনে সর্বমোট কতটি এটিপি উৎপন্ন হয়?

. ১৪টি . ১৬টি

. ১৮টি . ৩৮টি

৮৭. সবাত শ্বসন কয়টি ধাপে সম্পন্ন হয়?

. .

. .

৮৮. ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়?

. সাইটোপ্লাজমে . নিউক্লিয়াসে

. বাইবোজোমে . মাইটোকন্ড্রিয়ায়

৮৯. শ্বসন ক্রিয়ায় উৎপন্ন হয়

i. পানি

ii. 38 ATP

iii. গ্লুকোজ

নিচের কোনটি সঠিক?

. i ii . i iii

. i iii . i, ii iii

৯০. শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি?

. অজৈব লবণ

. পানি

. কার্বন ডাইঅক্সাইড

. অক্সিজেন

সঠিক উত্তর

অধ্যায় : . . . . . . . . . ১০.গ ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০.খ ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬. ২৭. ২৮. ২৯. ৩০.খ ৩১. ৩২. ৩৩. ৩৪. ৩৫. ৩৬. ৩৭. ৩৮. ৩৯. ৪০.ঘ ৪১. ৪২. ৪৩. ৪৪. ৪৫. ৪৬. ৪৭. ৪৮. ৪৯. ৫০.ঘ ৫১. ৫২. ৫৩. ৫৪. ৫৫. ৫৬. ৫৭. ৫৮. ৫৯. ৬০.ক ৬১. ৬২. ৬৩. ৬৪. ৬৫. ৬৬. ৬৭. ৬৮. ৬৯. ৭০.ঘ ৭১. ৭২. ৭৩. ৭৪. ৭৫. ৭৬. ৭৭. ৭৮. ৭৯. ৮০.ঘ ৮১. ৮২. ৮৩. ৮৪. ৮৫. ৮৬. ৮৭. ৮৮. ৮৯. ৯০.

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.