এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা মডেল টেস্ট -২০

ইসলাম নৈতিক শিক্ষা বহুনির্বাচনী মডেল টেস্ট
সিনিয়র শিক্ষক, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
অধ্যায় : (১ম-৩য়)
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান-৩০
[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনী অভীক্ষার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তগুলো থেকে সঠিক-সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান-১]
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।
১। শিপন সাহেব মনে করেন হজরত ঈসা (আ.) আল্লাহর পুত্র। তার এরূপ ধারণা ইসলামের দৃষ্টিতে কীরূপ?
ক. কুফর খ. নিফাক
গ. শিরক ঘ. কিযব
২।. ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে কী বলা হয়?
ক. ইমান খ. ইসলাম
গ. ইহসান ঘ. ইনসাফ
৩. জামি এসএসসি পরীক্ষার পূর্বে তার দাদার সঙ্গে অলিপুর গ্রামে আমির শাহ মাজারে সিজদা করে। তার এরূপ সিজদা কাদের কাজ?
ক. কাফিরদের খ. মুমিনদের
গ. মুনাফিকদের ঘ. মুশরিকদের
৪. আলহুদা শব্দের অর্থ কী?
ক. সত্য খ. উপদেশ
গ. পথনির্দেশ ঘ. সুস্পষ্ট প্রমাণ
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও
পৃথিবী সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত সূর্যের উদয় ও অস্ত যাওয়ার পদ্ধতি একই নিয়মে চলে আসছে। এ অবস্থা দেখে সুলতান সাহেব মনে করেন, পৃথিবী আর ধ্বংস হবে না।
৫. সুলতান সাহেব আখিরাতের কোন বিষয়টিকে অস্বীকার করে?
ক. কবর খ. হাশর
গ. কিয়ামত খ. মিযান
৬. সুলতান সাহেবের ধারণার ফলে, তাকে বলা যায়-
ক. কাফির খ. মুশরিক
গ. ফাসিক ঘ. মুনাফিক
৭. মানব জীবনের কয়টি পর্যায় রয়েছে?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৮. আর প্রত্যেক সম্প্রদায়ের জন্যই পথপ্রদর্শক রয়েছে উক্তিটি কোন সূরার অন্তর্গত?
ক. সূরা আদ্ দুহা খ. সূরা আর রাদ
গ. সূরা আল মাউন ঘ. সূরা আল ইখলাস
৯. ইমানের মূল বিষয় কয়টি?
ক. ৫টি খ. ৭টি
গ. ৩টি ঘ. ১১টি
১০. আলিউ শব্দের অর্থ কী?
ক. মহান খ. প্রবল
গ. মহারক্ষক ঘ. সর্বদ্রষ্টা
১১। আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে- আয়াতে কোন বিষয়ের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে?
ক. তাজবিদের খ. ইবাদতের
গ. তাওহিদের ঘ. তিলাওয়াতের
১২. মুসলিম মনীষীগণ শরিয়তের বিষয়বস্তুকে প্রধান কয়টি ভাগে ভাগ করেছেন?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
১৩. হজরত আবু বকর (রা.) কোরআন সংকলনের উদ্যোগ নিলেন কেন?
ক. ইসলামের প্রতি ভালোবাসার কারণে খ. রাসূল (সা.)-এর নির্দেশ পালনে
গ. কোরআন বিলপ্তির আশঙ্কায় ঘ. জনগণের ভালোবাসা পাওয়ার আশায়
১৪. সাওফা শব্দের অর্থ কী-
নিচের কোনটি সঠিক?
i. অচিরেই ii. অতি শিগগিরই iii. আপনি বর্ণনা করুন
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. সূরা আত্তীন কোরআনের কততম সূরা
ক. ৯২তম খ. ৯৩তম
গ. ৯৪তম ঘ. ৯৫তম
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও
অধ্যাপক আরিফুর রহমান ইসলামী শরিয়তের ওপর ব্যাপক গবেষণা করতে চান। তিনি তার গ্রামের জামে মসজিদের ইমাম তরিকউল্যাহ সাহেবের কাছে পরামর্শ চাইলে তিনি প্রথমে তাকে শরিয়তের সর্বপ্রথম উৎসের অধ্যয়ন করতে বলেন।
১৬. ইমাম তরিকউল্যাহ সাহেব সর্বপ্রথম উৎস বলে কোনটির প্রতি ইঙ্গিত করেছেন?
ক. ইজমার খ. কিয়াসের
গ. হাদিসের ঘ. কোরআনের
১৭. এরূপ অধ্যয়নের ফলে অধ্যাপক আরিফুর রহমান জানতে পারবেন-
নিচের কোনটি সঠিক?
i. কোরআনের বিভিন্ন উপমা ii. উপদেশ গ্রহণের উপায় iii. প্রতিটি বিষয়ের ব্যাখ্যা
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. হাদিসের অংশ কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
১৯. কিরূপ লোকদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত?
ক. ক্ষমতাবান খ. ধনবান
গ. শিক্ষিত ঘ. সর্বোত্তম
২০. মাহিন হোসেন নিয়মিত জুয়া খেলে এবং সে একে বৈধ মনে করে। তার এরূপ কাজ ইসলামের দৃষ্টিতে কীরূপ?
ক. শিরক খ. নিফাক
গ. কুফর ঘ. সিদক
২১. যে হাদিসের ভাবার্থ আল্লাহর নিকট থেকে প্রাপ্ত তাকে কোন হাদিস বলে?
ক. মারফু খ. মাওকুফ
গ. মাকতু ঘ. কুদসি
২২. আল্লাহর সঙ্গে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে কী বলে?
ক. হাক্কুল্লাহ খ. হাক্কুল ইবাদ
গ. ইবাদত ঘ. হাকিকত
২৩. এক মুসলিমের প্রতি অপর মুসলিমের কয়টি অধিকার রয়েছে?
ক. ৬টি খ. ৭টি
গ. ৮টি ঘ. ৯টি
২৪. ইসলামের কোন রুকনটি আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করার শিক্ষা দেয়?
ক. সালাত খ. সাওম
গ. জাকাত ঘ. কোরবানি
২৫. কিসের মাধ্যমে মানুষের মনে তাকওয়া ও আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়
ক. সালাত খ. সাওম
গ. হজ ঘ. জাকাত
২৬. হজের ওয়াজিব কয়টি?
ক. ৩টি খ. ৪টি
গ. ৭টি ঘ. ৮টি
২৭. জিহাদ ও সন্ত্রাসকে এক করে ফেলার কারণ কী?
ক. ইসলামী জ্ঞানের স্বল্পতা খ. জ্ঞানী লোকদের অসাবধানতা
গ. সাধারণ মানুষের মূর্খতা ঘ. ইসলামের শত্রদের অপপ্রচার
২৮. পৃথিবীর সবচেয়ে সম্মান ও মর্যাদার পেশা কী?
ক. কৃষি কাজ খ. শিক্ষকতা
গ. চাকরি ঘ. ব্যবসা
২৯. হজ শব্দের আভিধানিক অর্থ-
i. সংকল্প করা ii. ইচ্ছা করা iii. প্রদক্ষিণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের হাতেই পুঞ্জীভূত না হয়। অত্র আয়াতে কোন বিষয়টি নির্দেশ করে?
ক. হজ করা খ. দান করা
গ. জাকাত আদায় ঘ. সাহায্য করা
উত্তর : ১. গ ২. ক ৩. ঘ ৪. গ ৫. গ ৬. ক ৭. ক ৮. খ ৯. খ ১০. ক ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. ঘ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ক ১৯. ঘ ২০. গ ২১. ঘ, ২২. ক, ২৩. ক, ২৪. ক, ২৫. খ, ২৬. গ, ২৭. ক, ২৮. খ, ২৯. ঘ, ৩০. গ

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.