এসএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র মডেল টেস্ট -২১

বাংলা প্রথমপত্র মডেল টেস্ট
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
বহুনির্বাচনী অংশ
১। কদাচারী শব্দের অর্থ কী?
ক. ভালো ব্যবহার খ. নোংরা ব্যবহার
গ. সভ্য ব্যবহার ঘ. নেতিবাচক ব্যবহার
২। রামসুন্দর কয় পুত্রের জনক?
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়
৩। সুসার শব্দের অর্থ কী?
ক. অসুবিধা খ. সংসার
গ. সচ্ছলতা ঘ. সুসমাচার
৪। শরচৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৭৬ খ. ১৮৭৭ গ. ১৮৭৮ ঘ. ১৮৭৯
৫। নিরীহ বাঙালি কোন জাতীয় রচনা?
ক. ছোটগল্প খ. প্রবন্ধ
গ. প্রহসন ঘ. রম্যরচনা
৬। রোয়াক শব্দের অর্থ কী?
ক. দরজা খ. বারান্দা
গ. জানালা ঘ. উঠান
৭। বিশ্বের সব মানুষের জন্য অনুকরণীয় ছিল মহানবী (সা.) এর-
i. সাধনা ii. ত্যাগ iii. কল্যাণ চিন্তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। যে নিমগাছে শান বাঁধিয়ে দেয় সে-
i. সৌন্দর্যের পূজারি ii. স্বার্থ সচেতন
iii. ঔষধি গুণের সমাদরকারী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও
মাতা-পিতা জ্ঞাতি ভাই ভেদ নাহি মনে
সকলে সমান মিত্র শত্রু নাহি যার।
মানুষ তারেই বলি মানুষ কে আর?
৯। উদ্দীপকে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কাকে ইঙ্গিত করা হয়েছে?
ক. চাচাজিকে খ. গান্ধীজিকে
গ. নেতাজিকে ঘ. দাদাজিকে
১০। নিচের যে কথাটিতে উদ্দীপকের মূল বক্তব্য ফুটে উঠেছে-
i. এস, আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ বোধন-বাঁশিতে সুর দিই
ii. মানুষকে মানুষ হইয়া ঘৃণা করিবার, তোমার কি অধিকার আছে
iii. তাহার আভিজাত্য, গৌরব নাই, পদ গৌরবের অহঙ্কার নাই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের উদ্দেশ্য কী?
ক. জীবন ধারণের উপাদান সম্পর্কে জ্ঞান দান
খ. শিক্ষার সঙ্গে মূল্যবোধের সম্পর্ক নির্ণয়
গ. চাহিদার সঙ্গে শিক্ষার তুলনামূলক আলোচনা
ঘ. মানুষকে সুশিক্ষিত করে তোলা
১২. মমতাদি গল্পে মমতাদির মাঝে সব সময় কী সমুন্নত ছিল?
ক. আত্মমর্যাদাবোধ খ. সরল আবেদন
গ. দুঃখ ঘ. অহঙ্কার
১৩. আমার সন্তান কবিতায় ফুটে উঠেছে বাঙালির-
i. সংস্কৃতি ii. সমাজ ব্যবস্থা iii. সন্তান বাৎসল্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. কপোতাক্ষ নদ কবিতার বিষয়বস্তুতে প্রাধান্য লাভ করেছে-
ক. স্নেহের তৃষ্ণা খ. মাতৃভূমির প্রতি ভালোবাসা
গ. নদীর সৌন্দর্যবোধ ঘ. ভ্রান্তির ছলনা
১৫. A Psalm of life-কবিতার ভাবানুবাদ কোনটি?
ক. মানুষ খ. জীবনসঙ্গীত
গ. প্রাণ ঘ. আমার পরিচয়

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.