এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান টিউটোরিয়াল -০১
মো.
আমিনুল ইসলাম
সিনিয়র
শিক্ষক,মিরপুর
বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
ক.
এমআরআই √খ.
কেমোথেরাপি
গ.
এনজিওগ্রাফি ঘ. আলট্রাসনোগ্রাফি
২.
কোন বিজ্ঞানী এক্স-রে আবিষ্কার করেন?
ক.
নিউটন খ. বেকেরেল
√গ.
রনজেন ঘ. আইনস্টাইন
৩.
বিজ্ঞানী রনজেন কত সালে এক্স-রে আবিষ্কার করেন?
√ক.
১৮৯৫ সালে খ. ১৮৯৬ সালে
গ.
১৮৯৪ সালে ঘ. ১৮৯৩ সালে
৪.
আমাদের হাড়ের প্রধান উপাদান কী?
ক.
সোডিয়াম √খ.
ক্যালসিয়াম
গ.
পটাশিয়াম ঘ. অ্যালুমিনিয়াম
৫.
বিজ্ঞানী রনজেন কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
ক.
যুক্তরাষ্ট্র খ. বেলজিয়াম
√গ.
জার্মানি ঘ. ইংল্যান্ড
৬.
এক্স-রের সাহায্যে শনাক্ত করা যায়-
i.
ফুসফুসের ক্যান্সার ii. অন্ত্রের প্রতিবন্ধকতা iii. স্থানচ্যুত হাড়
নিচের
কোনটি সঠিক?
ক.
i ও ii খ. i ও iii
গ.
ii ও iii √ঘ.
i, ii ও iii
৭.
আলট্রাসনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাংক কত?
ক.
2000Hy এর বেশি নয়খ. 2000Hy এর কম
√গ.
20,000Hy এর বেশি
ঘ.
20,000Hy এর কম
৮.
দেহের অভ্যন্তরে নরম টিস্যুর সমস্যা শনাক্ত করা হয় কোনটির সাহায্যে?
√ক.
আলট্রাসনোগ্রাফি খ. সিটি স্ক্যান
গ.
ইসিজি ঘ. এক্স-রে
৯.
আলট্রাসনোগ্রাফি করা হয়-
i.
মস্তিষ্কে ii. হাড়ে iii. হৃৎপিণ্ডে
নিচের
কোনটি সঠিক?
ক.
i ও ii √খ.
i ও iii
গ.
ii ও iii ঘ. i, ii ও iii
১০.
কোন সংস্থার মতে আলট্রাসাউন্ড ক্ষতিকর নয় তবে গর্ভবতী অবস্থায় ঝুঁকিপূর্ণ?
√ক.
WHO খ. UN
গ.
WTO ঘ. UNICEF
১১.
সিটি স্ক্যানে কয়টি রশ্মি ছোড়া হয়?
ক.
একটি খ. দুটি
√গ.
একগুচ্ছ ঘ. পরপর দুটি
১২.
CT Scan এর পূর্ণরূপ কী?
ক.
Computer Temperature Scan
খ.
Common Tomography Scan
√গ.
Computed Tomography Scan
ঘ.
Common Temperature Scan
১৩.
সিটিস্ক্যানে ডাই ব্যবহার করলে কোন ধরনের সমস্যা তৈরি হয়?
ক.
ঠাণ্ডাজনিত খ. হরমোনজনিত
গ.
প্রজননজনিত √ঘ.
এলার্জিজনিত
১৪.
এমআরআই-এ কী ব্যবহার করা হয়?
√ক.
চৌম্বক ক্ষেত্র খ. তড়িৎ ক্ষেত্র
গ.
তড়িৎ বল ঘ. আলোর প্রতিফলন
১৫.
সিটিস্ক্যান-
i.
তেজস্ক্রিয়তা ধারণ করে ii. টিউমার সৃষ্টি করে iii. এলার্জি তৈরি করে
নিচের
কোনটি সঠিক?
ক.
i ও ii √খ.
i ও iii
গ.
ii ও iii ঘ. i, ii ও iii
১৬.
কোনটি টিউমার শনাক্ত করার কাজে সর্বাধিক ব্যবহৃত হয়?
ক.
X-Ray খ. EGC
গ.
Endoscopy √ঘ.
MRI
১৭.
হৃৎপিণ্ডের বর্তমান ও পূর্বের যে কোনো সমস্যা নির্ণয় করা হয় কীসের মাধ্যমে?
ক.
এমআরআই √খ.
ইসিজি
গ.
অ্যান্ড্রোস্কোপি ঘ. সিটিস্ক্যান
১৮.
ইসিজি মেশিন কী প্রদর্শন করে?
ক.
হাড়ের ছবি খ. হৃৎপিণ্ডের ছবি
√গ.
একটি লেখচিত্র ঘ. ফুসফুসের ছবি
১৯.
কোন পরীক্ষাটি তরঙ্গের মাধ্যমে করা হয়?
ক.
MRI √খ.
EGC
গ.
X-Ray ঘ. Ultrasonography
২০.
নিচের কোন পরীক্ষাটি করার সময় রোগীর বুকের ওপর দুটি ধাতব দণ্ড সেট করা হয়?
√ক.
ইসিজি খ. এক্স-রে
গ.
সিটিস্ক্যান ঘ. অ্যান্ডোস্কোপি
২১.
অস্ত্রোপচার না করে শরীরের ভেতরে অঙ্গপ্রত্যঙ্গ দেখার কৌশল কোনটি-
√ক.
অ্যান্ডোস্কোপি খ. সিটিস্ক্যান
গ.
এমআরআই ঘ. ইসিজি
২২.
ইলেকট্রোকার্ডিওগ্রাম-
i.
সহজ, ব্যথাহীন পরীক্ষা ii. হৃৎপিণ্ড পরীক্ষায় ব্যবহৃত হয় iii. ক্ষত নির্ণয় করে
নিচের
কোনটি সঠিক?
√ক.
i ও ii খ. i ও iii
গ.
ii ও iii ঘ. i, ii ও iii
২৩.
অ্যান্ডোস্কোপে কী ব্যবহার করা হয়?
ক.
টেলিস্কোপ খ. মাইক্রোস্কোপ
গ.
আতশী কাচ √ঘ.
অপটিক্যাল ফাইবার
২৪.
ক্যান্সার নিয়ন্ত্রণের কৌশল কোনটি?
ক.
ইসিজি √খ.
রেডিওথেরাপি
গ.
সিটিস্ক্যান ঘ. এমআরআই
No comments