এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা সাজেশন -০১
সময়-২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান-৭০
দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের
পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর
উত্তর দাও। যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে।
১। পৃথিবীতে বিভিন্ন ধর্মের প্রচলন রয়েছে।
তাহমিদের ধারণা যে কোনো ধর্ম গ্রহণ বা অনুসরণ করলেই হবে। কিন্তু রিফাত তার সঙ্গে
দ্বিমত পোষণ করে বলে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ বা অনুসরণ করা যাবে না।
কেননা, ইসলাম হল পরিপূর্ণ জীবনব্যবস্থা।
ক. আকাইদ শব্দের অর্থ কী? ১
খ. ইমান বলতে কী বোঝায়? ২
গ. ধর্ম গ্রহণ বিষয়ে তাহমিদের ধারণা কীরূপ?
ব্যাখ্য কর। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত রিফাতের বক্তব্যের
যথার্থতা নিরূপণ কর।৪
২। রাজিন ইসলামের সব দিক বিশ্বাস করলেও
ফেরেশতাদের বিশ্বাস করে না। তার ধারণা ফেরেশতা বলে কিছুই নেই। অন্যদিকে তার বন্ধু
জাহিদ রীতিমতো সালাত ও সাওম পালন করে এবং মাঝে মধ্যে বিভিন্ন মাজারে গিয়ে মাজারকে
সিজদা করে। তার বিশ্বাস পুণ্যবান মৃত ব্যক্তি মানুষের কল্যাণ বা অকল্যাণ করতে
পারে।
ক. মানবজীবন কয় ভাগে বিভক্ত? ১
খ. ইমানকে ইসলামের বহিঃপ্রকাশ বলা হয় কেন?
২
গ. রাজিনের ধারণাটি কীসের পরিপন্থি?
ব্যাখ্যা কর। ৩
ঘ. জাহিদের বিশ্বাসের সঙ্গে তুমি কি একমত?
যুক্তি দেখাও। ৪
৩। আফতাব সাহেব একজন বিত্তশালী ব্যক্তি।
ধন-সম্পদের অভাব না থাকলেও আরও সম্পদ পাওয়ার আশায় তাকে এমনভাবে ব্যস্ত রাখে যে,
সম্পদ অর্জনের ক্ষেত্রে বৈধ-অবৈধ কোনো তোয়াক্কাই করে না। আর সালাত, সাওমের
ব্যাপারেও তার কোনো আগ্রহ নেই। তিনি মনে করেন উপার্জিত সম্পদের কোনো হিসাব দিতে
হবে না। অথচ হিসাব ছাড়া মুক্তি পাওয়ার কোনো উপায় নেই।
ক. পরকালে প্রবেশদ্বার কী? ১
খ. ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে’-
বুঝিয়ে লিখ। ২
গ. আফতাব সাহেবের কর্মকাণ্ড ইমানের কোন মূল
বিষয়ের পরিপন্থি? ব্যাখ্যা কর। ৩
ঘ. ইসলামের দৃষ্টিতে আফতাব সাহেবের
কর্মকাণ্ডের পরিণাম বিশ্লেষণ কর। ৪
৪. শাহিন ও মুরাদ সাহেব দুই বন্ধু। শাহিন
সাহেব তার বাড়ির চারপাশে অনেক ফলের গাছ লাগিয়েছেন। মানুষেরা সেই গাছের ছায়ায় বসে
আরাম করে এবং পাখিরা ফল খায়। শাহিন সাহেব প্রতিবেশীদেরও ফল দেন। আর মুরাদ সাহেবের
দোকানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় হয়। কোনো ভেজাল নেই। তাই অনেক মানুষ তার দোকানে
বাজার করে।
ক. সর্বপ্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থের নাম
কী? ১
খ. তাকরিরি হাদিস বলতে কী বোঝায়? ২
গ. শাহিন সাহেবের কাজটি কী হিসেবে গণ্য
হবে? ব্যাখ্যা কর। ৩
ঘ. মুরাদ সাহেবের কাজের ফলাফল ইসলামের
আলোকে মূল্যায়ন কর। ৪
৫। রাকিব সাহেব একজন সাধারণ শিক্ষায়
শিক্ষিত ব্যক্তি। কিছুদিন হল তিনি কোরআন অর্থসহ তিলাওয়াত করেছেন। একদিন তিনি তার
বন্ধু তামজিদ সাহেবকে বললেন, আমি কোরআনের অনেক সূরা অধ্যয়ন করলাম কোথাও তো
ব্যবসা-বাণিজ্য, বিচার ব্যবস্থা, পররাষ্ট্রনীতি ইত্যাদি পেলাম না। এখানে কেবল
তাওহিদ, রিসালাত ও আখিরাত বিষয়ে আলোচনা রয়েছে। উত্তরে তামজিদ সাহেব বললেন, অধ্যয়ন
করতে থাক। এতে তুমি যেমন সবই জানতে পারবে তেমনই এর দ্বারা তোমার ঘরও আসমানবাসীগণের
কাছে উজ্জ্বল দেখাবে।
ক. শরিয়তের প্রথম উৎস কী? ১
খ. শানেনুজুল বলতে কী বোঝায়? ২
গ. রাকিব সাহেব কোন ধরনের সূরাসমূহ
তিলাওয়াত করেছেন? ব্যাখ্যা কর। ৩
ঘ. তামজিদ সাহেবের বক্তব্য কী সঠিক? কোরআন
ও হাদিসের আলোকে বিশ্লেষণ কর। ৪
৬. জনাব নিয়ামত উল্যাহ একজন ব্যবসায়ী।
বিভিন্ন উপায়ে তিনি প্রচুর অর্থ-সম্পত্তির মালিক হয়েছেন। তিনি সালাত ও জাকাত আদায়ে
উদাসীন, কিন্তু প্রতিবছর হজ পালন করেন। তিনি মনে করেন ‘হজ পালনকারীকে আল্লাহ একজন সদ্যজাত শিশুর
মতো নিষ্পাপ করেন।’ বিষয়টি তার বন্ধু
উসমান গণি জানতে পেরে মন্তব্য করেন- তোমার হজ শুদ্ধ হয়নি।
ক. জাকাত আদায় করা কী? ১
খ. ‘সাওম ঢালস্বরূপ’ কথাটি বুঝিয়ে
দাও। ২
গ. জনাব নেয়ামত উল্যাহর মনোভাব শরিয়তের
আলোকে কীরূপ? ব্যাখ্যা কর। ৩
ঘ. জনাব নেয়ামত উল্যাহর হজ পালন সম্পর্কে
উসমান গণির বক্তব্যের যথার্থতা নিরূপণ কর। ৪
৭. জনাব শরিফুল ইসলাম একজন ব্যবসায়ী।
বিভিন্ন উপায়ে তিনি প্রচুর অর্থ-সম্পত্তির মালিক হয়েছে। তিনি নিয়মিত সালাত ও জাকাত
আদায় করেন। কিন্তু হজ পালন করাকে তিনি অত্যাবশ্যক মনে করেন না। একদিন তার কারখানায়
গিয়ে তার বন্ধু তাকে দেখলেন শ্রমিকদের সঙ্গে তিনি ভালো আচরণ করছেন না। বিষয়টি
উপলব্ধি করে তার বন্ধু নোমান সাহেব তাকে বললেন, ‘শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দেয়া উচিত।’
ক. কোন জনগোষ্ঠীর হজ ফরজ নয়? ১
খ. হজ বলতে কী বোঝায়? ২
গ. হজ সম্পর্কে শরিফুল ইসলাম সাহেবের
মনোভাব কীরূপ? ব্যাখ্যা কর। ৩
ঘ. শ্রমিককে তার পারিশ্রমিক দেয়া সম্পর্কে
নোমান সাহেবের বক্তব্যটি কোরআন ও হাদিসের আলোকে তাৎপর্যপূর্ণ- বিশ্লেষণ কর। ৪
৮. নোহান সব সময় তার মা-বাবার সঙ্গে মিথ্যা
কথা বলে, বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। গরিবদের হিংসা করে এবং গিবত করে।
কিন্তু তার বন্ধু রাজিন নিয়মিত সালাত আদায় করে। বড়দের সম্মান ও ছোটদের øেহ করে এবং
পিতা-মাতার সঙ্গে সদাচরণ করে।
ক. ‘আশরাফুল মাখলুকাত’ অর্থ কী? ১
খ. সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কী বোঝায়?
২
গ. নোহানের মধ্যে আখলাকের কোন দিকটি ফুটে
উঠেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. নোহান ও রাজিনের মধ্যে তুমি কোন
চরিত্রটি সমর্থন কর? উত্তরের পক্ষে যুক্তি দাও। ৪
৯. হাবিব সাহেব সরকারের একটি গুরুত্বপূর্ণ
দফতরে কর্মরত আছেন। তিনি কোনো কিছুর বিনিময়ে অফিসের কোনো গোপন তথ্য ফাঁস করেন না।
দফতরের মূল্যবান কাগজপত্র তিনি সতর্কতার সঙ্গে সংরক্ষণ করেন। এ জন্য অফিসের লোকজন
তাকে পছন্দ করেন। পক্ষান্তরে তার সহকর্মী মাহিন সাহেব টাকা-পয়সার বিনিময়ে যে কোনো
তথ্য ফাঁস করে দেন। হাবিব সাহেব তার বন্ধু মাহিনকে তার কর্মকাণ্ডের জন্য বিশেষভাবে
সতর্ক করে বলেন, রাসূল (সা.) বলেছেন, ‘যার আমানতদারি নেই, তার ইমান নেই।’
ক. ‘আহাদ’ শব্দের অর্থ কী?
১
খ. শালীনতা বলতে কী বোঝায়? ২
গ. হাবিব সাহেবের আচরণে কোন বিশেষ গুণটি
প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. হাবিব সাহেব কেন তার সহকর্মী মাহিনকে
সতর্ক করলেন? কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ কর। ৪
১০. আকরাম সাহেব সমাজে একজন শ্রেষ্ঠ ধনী।
তিনি তার সম্পদ আর্তমানবতার সেবায় অকাতরে দান করেন। দুর্ভিক্ষ, বন্যা বা যে কোনো
দুর্যোগে তিনি মানুষের সাহায্যে এগিয়ে আসেন।
ক. কে হজরত মুহাম্মদ (সা.)কে অসাধারণ বালক
বলে উল্লেখ করেন? ১
খ. হজরত আবু বকর (রা.)কে ইসলামের ত্রাণকর্তা
বলা হয় কেন? ২
গ. আকরাম সাহেবের চরিত্রে কোন খলিফার
চারিত্র্যিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর। ৩
ঘ. উক্ত খলিফা ইসলামের সেবায় যে অবদান
রেখেছেন তা বিশ্লেষণ কর। ৪
১১. ইমতিয়াজ এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের
সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর বাবাকে বলল, আমি বিশ্ববিখ্যাত মুসলিম চিকিৎসা বিজ্ঞানীদের
মধ্যে যিনি শল্যচিকিৎসার দিশারী হিসেবে আজও আমাদের মাঝে স্মরণীয় হয়ে আছেন তার
অনুকরণে একজন চিকিৎসাবিদ হতে চাই। তাই আমি মেডিকেল কলেজে ভর্তি হতে ইচ্ছুক।
ক. আল-কেমি শব্দের অর্থ কী? ১
খ. ইমাম আবু হানিফাকে ফিকাহ শাস্ত্রের উদ্ভাবক
বলা হয় কেন? ২
গ. ইমতিয়াজ কাকে অনুসরণ করে
চিকিৎসাবিজ্ঞানী হতে চায়? তার অবদান ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘ইমতিয়াজের মেডিকেল কলেজে ভর্তির উদ্দেশ্যটি সত্যিই প্রশংসনীয়’- ইসলামের দৃষ্টিতে আলোচনা কর। ৪
No comments