এসএসসি পরীক্ষার্থীদের ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট-১১

পূর্ণমান-৩০ সময়-৩০ মিনিট
সঠিক উত্তরের বৃত্তটি ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান-১।
১। সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর কোনটি?
ক) স্কটল্যান্ডের এডিনবরা খ) অস্ট্রেলিয়ার ক্যানবেরা
গ) মরক্কোর ফেজ ঘ) ভারতের নালন্দা
২। আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড দ্বারা সমৃদ্ব মণ্ডল কোনটি?
ক) কেন্দ্রমণ্ডল  ) নিম্ন গুরুমণ্ডল
গ) অশ্মমণ্ডল   ) ঊর্ধ্ব গুরুমণ্ডল
৩। ইরাটসথেনিস কোন দেশের ভূগোলবিদ ছিলেন?
ক) আমেরিকা
খ) ফ্রান্স
গ) স্পেন
ঘ) গ্রিস
৪। কক্সবাজারের একটি আকর্ষণীয় পর্যটন স্থান হল-
i) হিমছড়ি ii) নীলগিরি iii) ইনানি বিচ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫। কোন তারিখে দিন রাত্রি সমান থাকে?
ক) ২১ ফেব্রুয়ারি
খ) ২১ জুন
গ) ২১ মার্চ
ঘ) ২১ মে
৬। যমুনা নদীর পূর্বাংশে কোন ধরনের রেলপথ চালু আছে?
ক) মিটার গেজ
খ) ব্রড গেজ
গ) ডুয়েল গেজ
ঘ) ন্যারো গেজ
৭। সম্পদকে প্রাথমিকভাবে কয় ভাগে ভাগ করা যায়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
৮। মহাদেশীয় জলবায়ুর আরেক নাম কী?
ক) চরমভাবাপন্ন জলবায়ু
খ) মৃদুভাবাপন্ন জলবায়ু
গ) সমভাবাপন্ন জলবায়ু
ঘ) বিষমভাবাপন্ন জলবায়ু
৯। জিপিএস-এর সুবিধা হল-
i. সকলেই এটি চালাতে পারে ii. সহজে অক্ষাংশ নির্ণয় করা যায়
iii. ঝামেলা ছাড়াই জমির সীমানা চিহ্নিত করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i, ii
গ) ii, iii
ঘ) i,ii,iii
১০। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?
ক) ২১০০ মি.মি.
খ) ২২০০ মি.মি.
গ) ২৩০০ মি.মি.
ঘ) ২৪০০ মি.মি.
১১। দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কী বলে?
ক) নদীসঙ্গম
খ) মোহনা
গ) দোয়াব
ঘ) নদীগর্ভ
১২। বাংলাদেশে কত জাতের পাখি রয়েছে?
ক) ১১৯
খ) ১২৪
গ) ৩৮৬
ঘ) ৫৭৮
১৩। মৃত আগ্নেয়গিরির উদাহরণ হল-
i. ইতালির ভিসুভিয়াস ii. আলাস্কার মাউন্ট আডাকামা iii. নিকারাগুয়ার কোসেগায়না
নিচের কোনটি সঠিক
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii, iii
১৪। পৃথিবীর ভূমিরূপ ও এর গঠন প্রক্রিয়া কোন ভূগোলের আলোচ্য বিষয়?
ক) সামাজিক ভূগোল
খ) মানব ভূগোল
গ) প্রাকৃতিক ভূগোল
ঘ) শিল্প ভূগোল
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৫-১৬নং প্রশ্নের উত্তর দাও
সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা দেখে শশী তার মাকে জিজ্ঞেস করলে, তার মা জানাল এটি আসলে তারা নয়, একটি গ্রহ।
১৫। সন্ধ্যার আকাশে যেটি সন্ধ্যাতারা, ভোরের আকাশে সেটি কী?
ক) মেঘ তারা
খ) তারকারাজি
গ) শুকতারা
ঘ) নৈশতারা
১৬। কেন আমরা এদেরকে তারা বলে ভুল করে থাকি?
ক) নক্ষত্রের মতো জ্বলজ্বল করে বলে
খ) এদের নিজেদের আলো আছে বলে
গ) এরা নক্ষত্র বলে
ঘ) এরা পৃথিবীর নিকটে বলে
১৭। রোহিঙ্গাদের এদেশে অভিবাসন কোন ধরনের অভিবাসন?
ক) অবাধ অভিবাসন
খ) বলপূর্বক অভিবাসন
গ) আকর্ষণমূলক অভিবাসন
ঘ) স্থায়ী অভিবাসন
১৮। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত?
ক) ৩৯৩২ মিটার
খ) ৩৯৬২ মিটার
গ) ৪১২০ মিটার
ঘ) ৪২৭০ মিটার
১৯। কত সালে ফুকো দোলকের সাহায্যে আহ্নিক গতির পরীক্ষা করেন?
ক) ১৮১৫
খ) ১৮৪৯
গ) ১৮৫১
ঘ) ১৮৯১
২০। ডেনমার্কের রাজধানী কোথায়?
ক) সিউল
খ) বেইজিং
গ) জোহেনসবার্ক
ঘ) কোপেনহেগেন
২১। বাংলাদেশ মিয়ানমারের সীমারেখার দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক) ২৮০
খ) ৩২০
গ) ৪২৫
ঘ) ৭১৬
২২। শতাধিক শ্রমিকের সমন্বয়ে গড়ে উঠা শিল্পকে কী ধরনের শিল্প বলে?
ক) ক্ষুদ্র শিল্প
খ) মাঝারি শিল্প
গ) বৃহৎ শিল্প
ঘ) শ্রম শিল্প
২৩। বাংলাদেশের উল্লেখযোগ্য খাদ্যশস্য হল-
i ) চা ii) গম iii) ধান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
২৪। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
ক) প্রক্সিমা সেন্টারাই
খ) বুধ
গ) সূর্য
ঘ) ট্রাইটন
২৫। বাংলাদেশে সর্বমোট রেলস্টেশন রয়েছে কতটি?
ক) ২২৯টি
খ) ৩১৬টি
গ) ৪২১টি
ঘ) ৪৪৩টি
২৬। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের সংজ্ঞা দিয়েছেন?
ক) ১৯৬০
খ) ১৯৬৪
গ) ১৯৬৫
ঘ) ১৯৭০
২৭। কোন যন্ত্রের সাহায্যে গ্রহগুলোকে সূর্যের চারদিকে ঘুরতে দেখা যায়?
ক) অনুবীক্ষণ যন্ত্র
খ) দূরবীক্ষণ যন্ত্র
গ) মেক্সটেন্ট যন্ত্র
ঘ) সিসমোগ্রাফ
২৮। বর্তমানে বাংলাদেশে সরকারিভাবে কয়টি কাগজকল রয়েছে?
ক) ২টি
খ) ৪টি
গ) ৬টি
ঘ) ৭টি
২৯। সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত বিষয় হল-
i) শিক্ষা ii) রাজনীতি iii) মূল্যবোধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
৩০। চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে শতকরা কত রফতানি বাণিজ্য সম্পন্ন হয়?
ক) ৫০
খ) ৬০
গ) ৭০
ঘ) ৮০
উত্তর :
১-ক, ২-খ, ৩-ঘ, ৪-খ, ৫-গ, ৬-ক, ৭-খ, ৮-ক, ৯-গ, ১০-গ, ১১-ক, ১২-ঘ, ১৩-গ, ১৪-ঘ, ১৫-গ, ১৬-ক, ১৭-খ, ১৮-ঘ, ১৯-গ, ২০-ঘ, ২১-ক, ২২-খ, ২৩-গ, ২৪-ক, ২৫-ঘ, ২৬-গ, ২৭-খ, ২৮-গ, ২৯-ঘ, ৩০-ঘ।

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.