এসএসসি পরীক্ষার্থীদের ফিন্যান্স ও ব্যাংকিং সৃজনশীল সাজেশন-০৪

সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান : ৭০
ক-বিভাগ (ফিন্যান্স) থেকে কমপক্ষে ৩টি এবং খ-বিভাগ (ব্যাংকিং) থেকে কমপক্ষে ৩টি মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। ৭x১০=৭০
ক-বিভাগ (ফিন্যান্স)
১. মি. নাদিম তার লাইব্রেরির জমা ব্যাংক হতে ১০ বছর মেয়াদি ঋণ নিয়ে ভূমি আসবাবপত্র ও দোকানের সাজসজ্জা বৃদ্ধি করেন। লাইব্রেরিতে বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্য মোবাইল রিচার্জ, ফোনের কার্ড, বিভিন্ন দিবসের কার্ড ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করে কাক্সিক্ষত ফলাফল অর্জন করতে সক্ষম হন।
ক. বিনিয়োগ সিদ্ধান্ত কী? ১
খ. অব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর। ২
গ. ব্যাংক থেকে ঋণ গ্রহণের জন্য মি. নাদিম কোন নীতি অনুসরণ করেছেন ব্যাখ্যা কর। ৩
ঘ. মি. নাদিমের ব্যবসায়ে প্রচুর মুনাফা হওয়ার কারণ যুক্তিসহকারে বিশ্লেষণ কর। ৪
২. চৌধুরী গ্রুপ যশোরে একটি নতুন কারাখানা স্থাপনের পরিকল্পনা করেছে। পরিকল্পনা মাফিক কাজ সম্পাদনের জন্য প্রতিষ্ঠানটি বিনিয়োগ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে।
ক. স্বল্প মেয়াদি অর্থায়নের মেয়াদকাল কত? ১
খ. লভ্যাংশ সমতাকরণ তহবিল বলতে কী বুঝ? ২
গ. চৌধুরী গ্রুপের কারখানা স্থাপনের জন্য কোন ধরনের মূলধন প্রয়োজন বর্ণনা কর? ৩
ঘ. চৌধুরী গ্রুপের জন্য বিনিয়োগ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা কতখানি যৌক্তিক বলে তুমি মনে কর? ৪
৩. জনাব মজিদ ৫ লাখ টাকা ৮ বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। দোয়েল ব্যাংক তাকে ৭% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। এবং কোয়েল ব্যাংক ৬% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়।
ক. ঊঅজ-এর পূর্ণরূপ কী? ১
খ. দুটি প্রকল্পের মধ্যে একটি গ্রহণ করে অন্যটির সুবিধা ত্যাগ করাকে কী বলে? ব্যাখ্যা কর। ২
গ. জনাব মজিদ দোয়েল ব্যাংকে টাকা জমা রাখলে মেয়াদ শেষে কত টাকা পাবে? নির্ণয় কর। ৩
ঘ. জনাব মজিদের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা যুক্তিযুক্ত হবে? ব্যাখ্যা কর। ৪
৪। জনাব হাফিজ সাহেবের দুটি প্রকল্পের গত ৬ বছরের আয়ের পরিমাণ নিুরূপ :
প্রকল্পের নাম ২০১২ ২০১৩ ২০১৪ ২০১৫ ২০১৬ ২০১৭
হাসি ১৫% ১২% ১০% -১৮% ৫% ১৩%
খুশি ২০% ৫% ১৭% ২৮% -৬% ৩%
ক. ঝুঁকি কী? ১
খ. তারল্য ঝুঁকি কী? ২
গ. প্রকল্প হাসি-এর আদর্শ বিচ্যুতি নির্ণয় কর। ৩
ঘ. কোন প্রকল্পে বিনিয়োগ করা যুক্তিযুক্ত বলে তুমি মনে কর? ৪
৫. জনাব আরমান তার ব্যবসায়ে ৮,০০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে। মেশিনটির আয়ুষ্কাল ৫ বছর। আগামী ৫ বছর মেশিনটির প্রাপ্য নিট আয় ১,২৫,০০০ টাকা, ১,৯০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা, ১,৭০,০০ টাকা, ১,১৫,০০০ টাকা।
ক. মূলধন বাজেটিং পদ্ধতি কয়টি? ১
খ. মূলধন বাজেটিং অনুমাননির্ভর কেন? ২
গ. জনাব আরমানের ব্যবসায়ের গড় মুনাফার হার নির্ণয় কর। ৩
ঘ. জনাব আরমানের পে-ব্যাংক সময় নির্ণয় কর। ৪
৬. কোব্বাত কোম্পানি লি.-এর তথ্যগুলো নিম্নরূপ :
i. মোট মূলধন ৫০০ কোটি টাকা।
ii. ১০% ঋণ মূলধন ২০০ কোটি টাকা।
iii. ৮% অগ্রাধিকার শেয়ার মূলধন ১০০ কোটি।
iv. সাধারণ শেয়ার মূলধন ২০০ কোটি।
v. সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারবাজার মূল্য যথাক্রমে ২৫৫ টাকা ও ১১০ টাকা এ ছাড়া কোম্পানি এ বছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ার ১৩ টাকা লভ্যাংশ প্রদান করেছে যা অতীতে কোম্পানি প্রদত্ত লভ্যাংশ ৪% বৃদ্ধি পেয়েছে। কর হার ৪০%।
ক. কোন শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়? ১
খ. ঋণ মূলধন ব্যয় কী? ব্যাখ্যা কর। ২
গ. কোব্বাত কোম্পানি লি.-এর মোট মূলধনের প্রতিটি উৎসের অনুপাত নির্ণয় কর। ৩
ঘ. কোব্বাত কোম্পানি লি.-এর গড় মূলধন ব্যয় নির্ণয় কর। ৪
খ-বিভাগ (ব্যাংকিং)
৭. প্রাচীনকালে মানুষ নিজেদের মধ্যে বিনিময় প্রথার মাধ্যমে তাদের অভাব পূরণ করত। বিনিময়ের মাধ্যমে দুষ্প্রাপ্যতার দরুন মুদ্রার প্রচলন হয় এবং এতে করে ব্যবসায় বাণিজ্য বিস্তার লাভ করে। ব্যবসায় বাণিজ্যের সহায়তার কারণেই ব্যাংক ব্যবস্থার উৎপত্তি হয়।
ক. কোন শতাব্দীতে কাগজি মুদ্রার প্রচলন হয়? ১
খ. মুদ্রা কী? ব্যাখ্যা কর। ২
গ. কোন প্রেক্ষাপটে মুদ্রার আবির্ভাব হয়? তা ব্যাখ্যা কর।৩
ঘ. মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা একে অপরের পরিপূরক- উক্তিটি বিশ্লেষণ কর। ৪
৮. কর্ণফুলী ব্যাংক একটি তালিকাভুক্ত ব্যাংক। ব্যাংকটির প্রবৃদ্ধির হার সন্তোষজনক। অল্প দিনেই ব্যাংকটি সুনাম অর্জন করেছে। কর্ণফুলী ব্যাংকটি আমানত সংগ্রহ ও ঋণ প্রদান করে মক্কেলদের আমানতের নিরাপত্তা ও আস্থা অর্জনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে।
ক. চেইন ব্যাংক কাকে বলে। ১
খ. ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সচ্ছলতা কেন প্রয়োজন? ব্যাখ্যা কর। ২
গ. কর্ণফুলী ব্যাংক কী কী উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে? বর্ণনা কর। ৩
ঘ. মক্কেলদের আমানতের নিরাপত্তার মধ্যে কর্ণফুলী ব্যাংক কোন নীতিটি পালন করছে? বিশ্লেষণ কর। ৪
৯. মি. কাইয়ুম জনতা ব্যাংকের একজন বিশ্বস্ত গ্রাহক। গ্রাহক হিসেবে ব্যাংকের প্রতি যথাযথ দায়িত্ব পালন করে থাকেন। তিনি কাউকে দেনা পরিশোধের সময় চেকের মাধ্যমে পরিশোধ করেন।
ক. চেক কী? ১
খ. চেকের প্রকার ভেদ লিখ। ২
গ. মি. কাইয়ুম একজন গ্রাহক হিসাবে ব্যাংকের প্রতি যেসব দায়িত্ব পালন করেন তা বর্ণনা কর। ৩
ঘ. দাগ কাটা চেক প্রদানের কৌশলকে তুমি কীভাবে মূল্যায়ন করবে? ৪
১০. বাংলাদেশ ব্যাংক এ দেশের অর্থনীতিতে একটি সুদৃঢ় ও মজবুত ভিত্তি দানের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। নতুন নতুন ব্যাংকিং পণ্য ও সেবা উদ্ভাবন এবং সেগুলোর বাস্তবায়নের মাধ্যমে জনসাধারণের মানোন্নয়নেরও একটি ভূমিকা রাখছে।
ক. বাংলাদেশ ব্যাংক প্রধান কে? ১
খ. কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর বলা হয় কেন? ২
গ. বাংলাদেশ ব্যাংক যেসব উদ্দেশ্য অর্জনের নিমিত্তে গঠিত হয়েছিল তা উপস্থাপন কর। ৩
ঘ. কেন্দ্রীয় ব্যাংককে সব ব্যাংকের ব্যাংকার বলার যৌক্তিকতা উদ্দীপকের এবং পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর। ৪
১১. জনাব ইরফান একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যাংকে তার কোন হিসাব না থাকলেও পণ্য কেনাকাটার জন্য ব্যাংক প্রদত্ত একটি ইলেকট্রনিক কার্ড আছে। তবে তিনি এখন ব্যাংক হিসাব খুলতে ইচ্ছুক।
ক. কোন চেকে নগদ অর্থ উত্তোলনের কোনো সুযোগ নেই? ১
খ. চুক্তিবদ্ধ সঞ্চক বলতে কী বুঝ? ২
গ. ব্যাংক জনাব ইরফানকে কোন কার্ড দিয়েছে? বর্ণনা কর। ৩
ঘ. ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে জনাব ইরফানের বিবেচ্য বিষয়সমূহ মূল্যায়ন কর। ৪

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.