এসএসসি পরীক্ষার্থীদের হিসাববিজ্ঞান মডেল টেস্ট-১০



১. নিম্নের কোন হিসাবটির ক্রেডিট ব্যালেন্স হবে?
ক. মূলধনের সুদ খ. উত্তোলনের সুদ গ. ঋণের সুদ ঘ. শিক্ষানবিশ ভাতা
২. ব্যাংক সুদ মঞ্জুর করল, নগদান বহির ডেবিট পাশে ব্যাংক কলামে কোন হিসাবটি লিখতে হবে?
ক. সুদ হিসাব খ. ব্যাংক সুদ হিসাব
গ. ব্যাংক সুদ মঞ্জুর হিসাব ঘ. সুদ মঞ্জুর হিসাব
৩. বিক্রয় খতিয়ানকে কী বলে?
ক. বিক্রয় খ. পাওনাদার
গ. দেনাদার ঘ. আয়
৪. খতিয়ান প্রস্তুতের প্রথম ধাপ কোনটি?
ক. রেকর্ডিং খ. স্থানান্তরকরণ গ. ব্যালেন্সিং ঘ. পোস্টিং
৫. হিসাব রাখার ক্ষেত্রে সি/এফ বলতে কী বুঝায়?
ক. Carried Fast খ. Carried First
গ. Clearing Forwarding
ঘ. Carried Forward
৬. সঞ্চিতি তহবিল কোন ধরনের হিসাব?
ক. সম্পদ খ. ব্যয়
গ. মালিকানা স্বত্ব ঘ. আয়
৭. কোনটি ক্রয় জাবেদার উৎস দলিল?
ক. ডেবিট নোট খ. চালান
গ. ক্রেডিট নোট ঘ. ডেবিট ভাউচার
৮. হিসাব খাত ডেবিট হবে-
i. মালিকানা স্বত্ব হ্রাস পেলে ii. আয় হ্রাস পেলে
iii. সম্পদ বৃদ্ধি পেলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i , ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
মিলন ট্রেডার্সের প্রারম্ভিক মূলধন ১,৫০,০০০ টাকা, বিক্রয় ২,০০,০০০ টাকা, নিট মুনাফা ২০,০০০ টাকা এবং উত্তোলন ৩৫,০০০ টাকা।
৯. মিলন ট্রেডার্সের নিট মুনাফা অনুপাত কত?
ক. ১০% খ. ১৫%
গ. ২০% ঘ. ২৫%
১০. মিলন ট্রেডার্সের মালিকানা স্বত্বের পরিমাণ কত?
ক. ১,৩৫,০০০ টাকা
খ. ১,৭০,০০০ টাকা
গ. ২,২০,০০০ টাকা ঘ. ২,৩৫,০০০ টাকা
১১. হিসাব সমীকরণ প্রভাবিত হয় নিচের কোনটি দ্বারা?
ক. প্রতিটি ঘটনা খ. প্রতিটি লেনদেন
গ. সকল দৃশ্যমান ঘটনা
ঘ. ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্ত
১২. কাপড় তৈরির জন্য সুতা ক্রয় প্রতিষ্ঠানের-
ক. প্রত্যক্ষ কাঁচামাল খ. পরোক্ষ কাঁচামাল
গ. কারখানা উপরিব্যয়
ঘ. অফিস উপরিব্যয়
১৩. প্রশাসনিক ব্যয় হল-
i. স্থাপত্য নকশা প্রণয়ন খরচ
ii. অফিস ভাড়া
iii. টেলিফোন বিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. কে নিট লাভের অতিরিক্ত দাবি করতে পারে না?
ক. মালিক খ. দেনাদার গ. পাওনাদার ঘ. তৃতীয় পক্ষ
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও
মুখ্য ব্যয় ৫০,০০০ টাকা, কারখানা উপরিব্যয় ১০,০০০ টাকা, প্রশাসনিক উপরিব্যয় ৫,০০০ টাকা, বিক্রয় উপরিব্যয় ৩,০০০ টাকা এবং মুনাফা মোট ব্যয়ের ২০%।
১৫. মুনাফার পরিমাণ কত?
ক. ১২,৬০০ টাকা খ. ১৩,৬০০ টাকা গ. ১৫,৬০০ টাকা ঘ. ১৮,৬০০ টাকা
১৬. মোট উপরিব্যয় কত?
ক. ১২,০০০ টাকা খ. ১৮,০০০ টাকা গ. ৫৮,০০০ টাকা ঘ. ৬৮,০০০ টাকা
১৭. বিজ্ঞাপনের অবশিষ্ট অংশ সমন্বয় করা হলে ব্যবসায় কী বৃদ্ধি করবে?
ক. আয় খ. দায় গ. খরচ ঘ. সম্পদ
১৮. অপরিচালন খরচ হল-
i. ডাক ও টেলিগ্রাম ii. সুদ খরচ
iii. শিক্ষানবিশ ভাতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. একঘরা নগদান বই সর্বদা প্রকাশ করে-
ক. ব্যবসার মুনাফা খ. ডেবিট উদ্বৃত্ত
গ. ক্রেডিট উদ্বৃত্ত ঘ. ব্যবসায় ক্ষতি
২০. আসবাবপত্র ক্রয় ৪০,০০০ টাকা, বহন খরচ ৩,০০০ টাকা হলে আসবাবপত্র হিসাবে কত টাকা ডেবিট হবে?
ক. ৩০,০০০ টাকা খ. ৩৭,০০০ টাকা
গ. ৪০,০০০ টাকা ঘ. ৪৩,০০০ টাকা
২১. পাওনাদার হিসাব কোন ব্যালেন্স প্রদর্শন করে?
ক. ডেবিট খ. ক্রেডিট গ. উভয় ঘ. সমান
২২. কোনটি প্রশাসনিক উপরিব্যয়?
ক. ছাপা ও মনিহারি খ. পৌরকর গ. বিদ্যুৎ ও পানি ঘ. বিক্রয়কর্মীর বেতন
২৩. কোনটি অপরিচালন ব্যয়?
ক. কমিশন প্রাপ্তি খ. বাট্টা প্রাপ্তি গ. শিক্ষানবিশ সেলামি ঘ. বিজ্ঞাপন
২৪. নাসির ট্রডার্সের নিকট হতে ৮০,০০০ টাকায় ফ্রিজ ক্রয় করা হলে কোথায় লিপিবদ্ধ করা উচিত?
ক. ক্রয় জাবেদায়
খ. নগদ প্রদান জাবেদায়
গ. প্রকৃত জাবেদায়
ঘ. ক্রয় ফেরত জাবেদায়
২৫. সকল ধারে পণ্য ক্রয় লিখা হয়- জাবেদায়।
ক. সাধারণ খ. বিক্রয় গ. ক্রয় ঘ. প্রকৃত
নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও
সাবিনা ব্রাদার্সের নিকট বিক্রয় ৫০,০০০ টাকা, মিলু স্টোর্সের নিকট বিক্রয় ২০,০০০ টাকা এবং মন্দিরা ভাণ্ডারের নিকট বিক্রয় ৪০,০০০ টাকা।
২৬. উদ্দীপকের আলোকে কয়টি সহকারী খতিয়ান প্রস্তুত করতে হবে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২৭. উদ্দীপকে সাধারণ খতিয়ানের যোগফল কত?
ক. ২০,০০০ টাকা খ. ৪০,০০ টাকা
গ. ৫০,০০০ টাকা ঘ. ১,১০,০০০ টাকা
২৮. প্রদেয় বিল কোন শ্রেণির হিসাব?
ক. দায় খ. সম্পদ গ. আয় ঘ. ব্যয়
২৯. প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হলে কোন হিসাবটি ক্রেডিট হবে?
ক. পাওনাদার হিসাব খ. দেনাদার হিসাব
গ. নগদান হিসাব ঘ. ব্যাংক হিসাব
৩০. একই শ্রেণিভুক্ত হিসাব কোনটি?
i. ভাড়া হিসাব ii. বিজ্ঞাপন হিসাব iii. বিক্রয় হিসাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরমালা : ১খ, ২খ, ৩গ, ৪ঘ, ৫ঘ, ৬গ, ৭খ, ৮ঘ, ৯ক, ১০ক, ১১খ, ১২ক, ১৩গ, ১৪ক, ১৫খ, ১৬খ, ১৭ঘ, ১৮গ, ১৯খ, ২০ঘ, ২১খ, ২২ক, ২৩গ, ২৪গ, ২৫গ, ২৬খ, ২৭ঘ, ২৮ক, ২৯ঘ, ৩০ক।

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.